জাকার্তায় কোয়ার্টার ফাইনালে প্রণয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুরন্ত প্রণয়। ভারতের প্রথম টমাস কাপ জয়ের অন্যতম কান্ডারী এইচ এস প্রণয় ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন। জাকার্তায় তিনি স্ট্রেট গেমে হংকংয়ের এনজি কা লং আঙ্গাসকে পরাজিত করলেন। ম্যাচের ফলাফল-২১-১১,২১-১৮।

