ahomed radhiSports 

প্রয়াত হলেন ইরাকি ফুটবলার আহমেদ রাধি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন ইরাকি ফুটবলার আহমেদ রাধি। করোনাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।উল্লেখ্য, ১৯৮৬মেক্সিকো বিশ্বকাপে তিনি বেলজিয়ামের বিরুদ্ধে অনবদ্য গোল করেছিলেন।জানা গিয়েছে, আহমেদ এক দশকের বেশি সময় ধরে ইরাকের জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন।

Related posts

Leave a Comment