এয়ার এশিয়া গোষ্ঠী ভারত থেকে সরতে আগ্রহী বলে জল্পনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারত থেকে সরার ইঙ্গিত এয়ার এশিয়ার। সূত্রের খবর, টনি ফার্নান্ডেজের এয়ার এশিয়া গোষ্ঠী ভারত থেকে সরতে আগ্রহী বলে জল্পনা। এরপর বাড়তি মাত্রা দিয়েছে মালয়েশিয়ার সংস্থাটির বিবৃতি। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, এয়ার এশিয়া ইন্ডিয়া তাদের পুঁজি শুষে নিচ্ছে। দুর্বল হয়ে পড়ছে আর্থিক অবস্থা। পরিস্থিতির পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে একটা অংশের বক্তব্য, এভাবে দেশে কম দামি উড়ান পরিষেবা থেকে হাত গোটানোর পথ খোলা রাখল তারা।
উল্লেখ করা যায়, ভারতীয় বিমান পরিষেবা ক্ষেত্রকে আরও খাদে ঠেলে দিয়েছে করোনা আবহ। আবার টাটা সন্সের সঙ্গে এয়ার এশিয়া গোষ্ঠীর যৌথ উদ্যোগটিও ব্যবসায়িক দিক দিয়ে ধাক্কা খাচ্ছে। এয়ার এশিয়া সূত্রের খবর, বিভিন্ন দেশে তাদের ব্যবসা ঘুরে দাঁড়াচ্ছে। যাত্রী সংখ্যাও বেড়ে চলেছে। ভারতে ব্যবসা চালানোর ক্ষেত্রে পুঁজি বেরিয়ে যাচ্ছে। এক্ষেত্রে নিজেদের দেউলিয়া ঘোষণা করতে চেয়ে আবেদন জানিয়েছে এয়ার এশিয়া জাপান। এই অবস্থায় খরচ নিয়ন্ত্রণ করা ছাড়া কোনও উপায় নেই বলে মত প্রকাশ করা হয়েছে।

