করোনা আক্রান্তের ফ্ল্যাটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: নিউটাউনের কেষ্টপুর চন্ডীবেড়িয়া এলাকার একটি আবাসনে ২ জন করোনা আক্রান্তের ফ্ল্যাটে তালা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওই ফ্ল্যাটের বাসিন্দারা জানিয়েছে, গত রাতে কেউ বা কারা ফ্ল্যাটের গেটে তালা মেরে যায়। সকালে দরজা খুলে দেখা যায়, বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বাসিন্দাদের আরও অভিযোগ, ফ্ল্যাটের অন্যান্য আবাসিকদের কাছ থেকে কোনও সহযোগিতা পাওয়া যায়নি। অবশেষে ১০০ নম্বরে ডায়াল করে ওই পরিবার। খবর পেয়ে ওই আবাসনে যায় নিউটাউন থানার পুলিশ। খুলে দেওয়া হয় ফ্ল্যাটের তালা। এরপর পুলিশ আবাসনে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে।
পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দেখা যায়, গতকাল গভীর রাতে এক যুবক মুখে মাস্ক ও ফেস শিল্ড পড়ে ফ্ল্যাটের গেটে তালা দিচ্ছে। এরপর দীপ নামের ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত চিহ্নিত হওয়ার পর কোনও ব্যবস্থা না নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ। পাশাপাশি বাসিন্দাদের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠেছে।
ওই পরিবারের কর্তা জানিয়েছেন, গত শুক্রবার থেকে তাঁর স্ত্রীর বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। বাড়ির সকলের টেস্ট করানো হয়। গতকাল মায়ের রিপোর্টে কোভিড পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ মতো মাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শও নেওয়া হচ্ছে।

