প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট পরীক্ষার ফল ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট পরীক্ষার ফল। এই ফল ঘোষণা হতে চলেছে ঠিক ১১ মাসের মধ্যে। উল্লেখ্য, ২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১১ সালের ৩১ জানুয়ারি পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। এবার সেই পরীক্ষার ফল ঘোষণার বিজ্ঞপ্তি প্রকাশ হল। এক সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য এই ফলাফল প্রকাশের কথা ঘোষণা করেছেন।
পর্ষদ সূত্রের খবর, পরীক্ষা পাশ করেছেন প্রায় ৯ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী। ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও জন্মতারিখ দিলেই জানা ফলাফল। উল্লেখ করা যায়, এক্ষেত্রে পরীক্ষা দিয়েছিলেন প্রায় আড়াই লক্ষের মতো প্রার্থী। এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ইতিপূর্বেই বলেছিলেন, “সম্পূর্ণ আইনি জটিলতা এবং ত্রুটিমুক্ত স্বচ্ছ রেজাল্ট বার করার জন্য একটু সময় নেওয়া হচ্ছে।”

