প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যের সমগ্র শিক্ষা মিশন সমস্ত প্রাথমিক শিক্ষককে ৫ ঘন্টার প্রশিক্ষণ দেবে। মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা এই বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চেয়ারম্যানের সম্পাদিত ১০টি ভিডিও রয়েছে। সেগুলি ইমেলের মাধ্যমে জেলাগুলিতে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, জেলাগুলি নিজেদের শিক্ষক সংখ্যা অনুযায়ী গুগল লিঙ্কের মাধ্যমে বা সরাসরি অনলাইনে এই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে। পাশাপাশি কোনও শিক্ষক যাতে বাদ না পড়েন সেই বিষয়টিও দেখতে বলা হয়েছে। উল্লেখ করা যায়, কোন সূচিতে এই প্রশিক্ষণ হবে তা ১২ জানুয়ারির মধ্যে জানাতে বলা হয়েছে জেলাগুলিতে। প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কিছু জেলা ইতিমধ্যেই সেই সূচি তৈরি করে নিয়েছে।

