satrugna and asansolBreaking News Others Politics 

আসানসোলে ২০ মার্চ থেকে শত্রুঘ্ন সিনহার প্রচার শুরু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী রবিবার ২০ মার্চ থেকে প্রচার শুরু করতে চলেছেন শত্রুঘ্ন সিনহা। তৃণমূলের দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। উল্লেখ করা যায়, আসানসোল লোকসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে মুম্বাই চলচ্চিত্র অভিনেতা ও একসময়ের বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহাকে ।

উল্লেখ্য,অটলবিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীর জমানায় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য ছিলেন শত্রুঘ্ন। রাজ্যসভার সাংসদও হয়েছেন।২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পাটনা সাহিব লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। ২০১৯ সালে কংগ্রেসের টিকিটে লোকসভার প্রার্থী হয়েছিলেন। বিজেপির রবিশঙ্কর প্রসাদের কাছে পরাজিত হন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র ও বালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
তৃণমূলের দলীয় সূত্রে আরও জানা গিয়েছে,আসানসোলে রবীন্দ্র ভবনে কর্মীসভা দিয়ে শত্রুঘ্ন সিনহা শুরু করবেন প্রচার-অভিযান। প্রতি বিধানসভাতেই তৃণমূলের কর্মীসভা হবে। অনুমতি পাওয়া গেলে হবে রোড শো-ও। আসানসোলে প্রচারে আসবেন শত্রুঘ্ন কন্যা তথা বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাও।

উল্লেখ করা যায়, বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর আসানসোলের সাংসদ পদ ছেড়েছেন বাবুল সুপ্রিয়। এবার উপনির্বাচনে তাঁর জায়গায় শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে ঘাস ফুল শিবির। তৃণমূল সূত্রের আরও খবর, আসানসোলের প্রার্থী হওয়ায় তাঁর জন্য ওই শহরে নেওয়া হচ্ছে বাড়িও। প্রচার সহ বিভিন্ন বিষয়ে মলয় ঘটকের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও দলীয় সূত্রে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment