dol utsab and nadiaBreaking News Others 

নদিয়া জেলার দোল উৎসবের চূড়ান্ত প্রস্তুতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দোল উৎসব রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে শাক্ত ও বৈষ্ণবের মিলনকেন্দ্র হল- শান্তিপুর। এখানে দোল উৎসব ঘিরে উন্মাদনা থাকে। নদিয়া জেলার দোল উৎসবকে ঘিরে পূজিত হয়ে থাকেন গোপাল। জেলার নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুর সহ বিভিন্ন জায়গায় দোল উৎসবের খ্যাতি রয়েছে।

এখানকার বিভিন্ন এলাকায় মৃৎশিল্পীদের ব্যস্ততা বেড়েছে। একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি চলেছে। দীর্ঘ প্রায় দুটি বছর করোনা আবহাওয়া জনিত পরিস্থিতি থাকায় পুজো বা উৎসব ব্যাহত হয়।

এ বছর আবার বিভিন্ন পুজো কমিটি ও বাড়ির পুজোর অর্ডার পাওয়াতে অনেকটাই স্বস্তি ফিরেছে মৃৎশিল্পীদের । পূর্বের মতো অর্ডার না থাকলেও মোটামুটি অর্ডার এসেছে। শান্তিপুর দোলযাত্রার প্রস্তুতি এখন জোর কদমে।

নদিয়া জেলার মৃৎশিল্পীদের ব্যস্ততা যেমন বেড়েছে, তেমনই খুশি সেখানকার মানুষ। মূর্তি তৈরির কাজ শুরু হয়েছে। অন্যদিকে স্বস্তি ফিরেছে জেলার মানুষ উৎসব মুখর হতে পারার জন্য। এ বছর করোনার প্রভাব কমতেই সেখানকার মানুষ স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। দোলযাত্রা উপলক্ষে নদিয়া জেলার বিভিন্ন জায়গায় গোপাল পুজোর প্রস্তুতি শুরু।

Related posts

Leave a Comment