Assam PoliceOthers 

১৩১ অফিসার, অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার নিচ্ছে অসম পুলিশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এক্সটেনশন অফিসার, ইকনমিক ইনভেস্টিগেটর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার পদে ১৩১ জনকে নিচ্ছে অসম পুলিশ। নিয়োগ হবে কমিশনারেট অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্সের অধীনে। অসমের স্থায়ীবাসিন্দা, ভারতীয় মহিলা/ পুরুষরা নীচের মতো অন্যান্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।

এক্সটেনশন অফিসার (ইন্ডাস্ট্রিজ): শূন্যপদ ৮৭টি (অসং- পুরুষ ১৬ ও মহিলা ৭, তঃজাঃ- পুরুষ ৬ ও মহিলা ২, তঃউঃজাঃ (পি)- পুরুষ ৮ ও মহিলা ৪, তঃউঃজাঃ (এইচ)- পুরুষ ৩ ও মহিলা ২, ওবিসি/ এমওবিসি- পুরুষ ২৪ ও মহিলা ১০, আর্থিকভাবে দুর্বল- পুরুষ ৩ ও মহিলা ২)। কেমিক্যাল/ মেকানিক্যাল/ সিভিল/ টেক্সটাইল/ কম্পিউটার/ প্লাস্টিক প্রসেসিং/ ফুড প্রসেসিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি -এর কোনও একটির এআইসিটিই স্বীকৃত ৩ বছরের ডিপ্লোমাধারী। অথবা এমসিডব্লু/ এমএসডব্লু। অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের -এর একটিতে অ্যাডভান্সড প্রফিসিয়েন্সি সার্টিফিকেট-সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৮,৭০০ টাকা।

ইকনমিক ইনভেস্টিগেটর (ইআই): শূন্যপদ ২৪টি (অসং- পুরুষ ৭ ও মহিলা ৩, তঃজাঃ- পুরুষ ১, তঃউঃজাঃ (পি)- পুরুষ ২ ও মহিলা ১, তঃউঃজাঃ (এইচ)- পুরুষ ১, ওবিসি/ এমওবিসি- পুরুষ ৫ ও মহিলা ২, আর্থিকভাবে দুর্বল- পুরুষ ১ ও মহিলা ১)। ইকনমিক্স/ স্ট্যাটিস্টিক্স -এর একটি অন্যতম বিষয় হিসেবে নিয়ে যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৮,৭০০ টাকা।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (এইচকিউ লেভেল): শূন্যপদ ১৬টি (অসং- পুরুষ ৪ ও মহিলা ২, তঃজাঃ- পুরুষ ১, তঃউঃজাঃ (পি)- পুরুষ ১ ও মহিলা ১, তঃউঃজাঃ (এইচ)- পুরুষ ১, ওবিসি/ এমওবিসি- পুরুষ ৩ ও মহিলা ২, আর্থিকভাবে দুর্বল- পুরুষ ১)। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইন্টারনেট ব্রাউসিং ইত্যাদির প্রাথমিক জ্ঞান-সহ আর্টস বা সায়েন্স বা কমার্স শাখার গ্র্যাজুয়েট হতে হবে। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,২০০ টাকা।

স্টেনোগ্রাফার-থ্রি (এইচকিউ লেভেল): শূন্যপদ ৪টি (অসং- পুরুষ ১ ও মহিলা ১, তঃজাঃ- পুরুষ ১, তঃউঃজাঃ (পি)- পুরুষ ১)। যে কোনও শাখার গ্র্যাজুয়েট এবং অসম বা অন্য কোনও আইটিআই থেকে স্টেনোগ্রাফির ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে। সঙ্গে ইংরেজি স্টেনোগ্রাফিতে মিনিটে ৮০টি শব্দের দক্ষতা থাকতে হবে এবং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইন্টারনেট ব্রাউসিং ইত্যাদির প্রাথমিক জ্ঞান থাকতে হবে। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৮,৭০০ টাকা।

ওপরের সব পদের ক্ষেত্রই বয়স হতে হবে ১৮ থেকে ৩৮ বছরের মধ্য। কাজেই জন্ম হতে হবে ১-১-১৯৮২ থেকে ১-১-২০০২ তারিখের মধ্যে। তফশিলিরা ৫ এবং ওবিসি/ এমওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

প্রার্থিবাছাই হবে পর্যায়ে পরীক্ষার মাধ্যমে। প্রথম পর্যায়ে হবে ১০০ নম্বরের ওএমআর বেসড লিখিত পরীক্ষা। থাকবে জেনারেল ম্যাথমেটিক্স, ল্যাঙ্গোয়েজ, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপ্টিটিউড, ভারত ও অসমের ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ইকনমি প্রভৃতি এবং জেনারেল অ্যাওয়্যারনেস/ জেনারেল নলেজ এ কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ের ১০০টি প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন আড়াই ঘণ্টা। এক্সটেনশন অফিসার এবং ইকনমিক ইনভেস্টিগেটর জন্য আলাদা প্রশ্নপত্র আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফারের জন্য আলাদা প্রশ্নপত্র হবে। লিখিত পরীক্ষার সময় বায়োমেট্রিক টেস্ট হবে।

প্রথম পর্যায়ের পরীক্ষা শেষে পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে প্রত্যেক ক্যাটেগরির জন্য আলাদা মেধাতলিকা প্রস্তুত করা হবে। প্রার্থীরা সেই মেধাতালিকা অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় ডাক পাবেন। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাটি কম্পিউটার বেসড পরীক্ষা। এখানে দেখা হবে পদ সম্পর্কে প্রার্থীর জ্ঞান ও দক্ষতা এবং কম্পিউটার অপারেশনে প্রার্থীর পেশাদারি দক্ষতা।

কোনও দরখাস্তের ফি দিতে হবে না। অনলাইন আবেদন করতে হবে স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (এসএলপিআরবি) www.slprbassam.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ অগস্ট থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

পিডিএপ ডাউনেলাড করতে ক্লিক করুন: এখানে

অফিসিয়াল ওয়েবসাইট: || লিঙ্ক-১ || লিঙ্ক-২ ||

Related posts

Leave a Comment