১৩৩ এসআই, অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান নিচ্ছে অসম পুলিশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সাব-ইনস্পেক্টর (স্ট্যাটিস্টিক্স), জুনিয়র আর্টিস্ট-কাম ড্রাফটসম্যান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, প্রাইমারি ইনভেস্টিগেটর/ কমপুটর এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্টের পদে ১৩৩ জনকে নিচ্ছে অসমের স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।
ডিরেক্টর অব ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অসম -এর পূর্ববর্তী নিয়োগ বিজ্ঞপ্তিটি (তারিখ ২৭-০৭-২০১৪) বাতিল হয়েছে। ওই বিজ্ঞপ্তির চাহিদা অনুযায়ী যে সব যোগ্য প্রার্থীর তৎকালীন ১১৭টি গ্রেড-থ্রি শূন্যপদে চাকরির আবেদন করেছিলেন তাঁদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে। আবেদন করবেন www.slprbassam.in ওয়েবসাইটে দেওয়া লিঙ্কের মাধ্যমে। যোগ্যতার শর্তগুলি একই থাকবে। দরখাস্তের ফি নেই।
সাব-ইনস্পেক্টর অব স্ট্যাটিস্টিক্স: শূন্যপদ ৩৫টি (অংস-পুরুষ ১০ ও মহিলা ৫, ওবিসি/ এমওবিসি-পুরুষ ৭ ও মহিলা ৩, তঃজাঃ-পুরুষ ২, তঃউঃজাঃ (পি)-পুরুষ ২ ও মহিলা ১, তঃউঃজাঃ (এইচ)-পুরুষ ১, আর্থিকভাবে দর্বল-পুরুষ ৩, মহিলা ১)। ম্যাথমেটিক্স/ স্ট্যাটিস্টিক্স/ ইকোনমিক্স -এর যে কোনও একটি অন্যতম বিষয় হিসেবে নিয়ে আর্টস বা সায়েন্স বা কমার্সের গ্র্যাজুয়েট বা সমতুল পাশ হতে হবে। কম্পিউটার প্রফিসিয়েন্সির ৬ মাসের ডিপ্লোমা/ সার্টিফিকেটধারী হলে ভাল। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৭,৬০০ টাকা।
জুনিয়র আর্টিস্ট-কাম ড্রাফটসম্যান: শূন্যপদ ১টি (অসং-পুরুষ)। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। সঙ্গে ফাইন আর্টসের ডিপ্লোমা সার্টিফিকেট ও কম্পিউটার গ্রাফিক্স প্রজেন্টেশন ইত্যাদির জ্ঞান থাকতে হবে। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৭,৪০০ টাকা।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (হেডকোয়ার্টার): শূন্যপদ ১২টি (অংস-পুরুষ ৩ ও মহিলা ২, ওবিসি/ এমওবিসি-পুরুষ ৩ ও মহিলা ১, তঃজাঃ-পুরুষ ১, তঃউঃজাঃ (পি)-পুরুষ ১, আর্থিকভাবে দর্বল-পুরুষ ১)। যে কোনও শাখার গ্র্যাজুয়েট/ সমতুল পাশ হতে হবে। সঙ্গে কম্পিউটার প্রফিসিয়েন্সির ৬ মাসের ডিপ্লোমা/ সার্টিফিকেট থাকতে হবে। ইংরেজি এবং অসমীয়া ভাষায় প্রেসিজ কম্পোজিংয়ের জ্ঞান থাকলে ভাল। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,২০০ টাকা।
প্রাইমারি ইনভেস্টিগেটর/ কমপুটর: শূন্যপদ ৩০টি (অংস-পুরুষ ১০ ও মহিলা ৫, ওবিসি/ এমওবিসি-পুরুষ ৬ ও মহিলা ২, তঃজাঃ-পুরুষ ১, তঃউঃজাঃ (পি)-পুরুষ ২ ও মহিলা ১, আর্থিকভাবে দর্বল-পুরুষ ২, মহিলা ১)। ম্যাথমেটিক্স/ স্ট্যাটিস্টিক্স অন্যতম বিষয় হিসেবে নিয়ে যে কোনও শাখার উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। কম্পিউটার প্রফিসিয়েন্সির ৬ মাসের ডিপ্লোমা/ সার্টিফিকেট এবং অফিস প্রোডাক্টিভিটি সফটওয়্যার, টুলসে কাজের জ্ঞান থাকলে ভাল। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,২০০ টাকা।
ফিল্ড অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৫৫টি (অংস-পুরুষ ১৬ ও মহিলা ৭, ওবিসি/ এমওবিসি-পুরুষ ১০ ও মহিলা ৪, তঃজাঃ-পুরুষ ৩ ও মহিলা ১, তঃউঃজাঃ (পি)-পুরুষ ৪ ও মহিলা ২, তঃউঃজাঃ (এইচ)-পুরুষ ২, আর্থিকভাবে দর্বল-পুরুষ ৪, মহিলা ২)। ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। কম্পিউটার প্রফিসিয়েন্সির জ্ঞান থাকলে ভাল। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,৬০০ টাকা।
প্রার্থীদের ভারতীয় নাগরিক, সাধারণভাবে অসমের বাসিন্দা হতে হবে। অসমের যে কোনও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম রেজিস্টার্ড থাকতে হবে। ১-১-২০২০তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসি/ এমওবিসিরা ৩, প্রাক্তন সমরকর্মীরা ২, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।
দরখাস্তের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের থেকে প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় ২টি পেপার – পেপার-ওয়ান এবং পেপার-টু।
এক একটি পদের পেপার-ওয়ান ও পেপার-টু -এর বিষয়গুলির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন পিডিএফে।
সাব-ইনস্পেক্টর অব স্ট্যাটিস্টিক্স এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (হেডকোয়ার্টার) পদের পেপার-ওয়ানটি কমন হবে। এটি ১০০ নম্বরের প্রশ্ন। এতে থাকবে ১০০টি প্রশ্ন। এটি ওএমআর বেসড পরীক্ষা। উত্তরের জন্য সময় পাবেন আড়াই ঘণ্টা। একইভাবে প্রাইমারি ইনভেস্টিগেটর/ কমপুটর, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র আর্টিস্ট পেপার-ওয়ানটি কমন হবে। এটি ৫০ নম্বরের প্রশ্ন। এতে থাকবে ৫০টি প্রশ্ন। এটি ওএমআর বেসড পরীক্ষা। উত্তরের জন্য সময় পাবেন দেড় ঘণ্টা। পেপার-টু -এর বিষয়গুলি হল ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ৫০ নম্বরের আর্টস-সহ প্র্যাক্টিক্যাল টেস্ট এবং ৫০ নম্বরের প্র্যাক্টিক্যাল টেস্ট। প্রথম ধাপের পরীক্ষার সময় বায়োমেট্রিক টেস্ট এবং প্রমাণপত্র যাচাই হবে। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারত তথ্য জানতে পারবেন পিডিএফে।
প্রয়োজনীয় যোগ্যতা থাকলে নিজের প্রথম, দ্বিতীয়, তৃতীয়… পছন্দের উল্লেখ করে আবেদন করতে পারেন। দরখাস্তের সঙ্গে পাসোর্ট মাপের ছবি, সাদা কাগজে নীল বা কালো কালিতে করা সই, উচ্চমাধ্যমিক/ সমতুলের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, প্রাক্তন সমরকর্মী সার্টিফিকেট, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রশন কার্ড/ সার্টিফিকেট, ইডব্লুএস সার্টিফিকেট – সেসবের স্ক্যান আপলোড করতে হবে।
দরখাস্ত করবেন অনলাইনে http://www.slprbassam.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ অক্টোবরের মধ্যে। বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। বিজ্ঞপ্তি নং SLPRB/REC/DES/GD-III/2020/87.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

