Assam UniversityEducation Others 

৭৩ প্রফেসর নিচ্ছে অসম বিশ্ববিদ্যালয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ৭৩ শিক্ষক নিচ্ছে অসম বিশ্ববিদ্যালয়, শিলচর। দেশে এবং বিদেশে বসবাসকারী যোগ্য ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারেন। নিয়োগ হবে এ, বি এবং সি গ্রুপের পদে। সরাসরি/ ডেপুটেশনে/ চুক্তির ভিত্তিতে নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

প্রফেসর: শূন্যপদ ২৩টি। আইটি/ সিএসই -তে বি টেক-সহ প্রথম শ্রেণির এমবিএ হতে হবে। মাইনে ১,৪৪,২০০ – ২,১৮,২০০ টাকা।

অ্যাসোসিয়েট প্রফেসর: শূন্যপদ ২৩টি। আইটি/ সিএসই -তে বি টেক-সহ প্রথম শ্রেণির এমবিএ হতে হবে। মাইনে ১,৩১,৪০০ – ২,১৭,১০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: শূন্যপদ ২৭টি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: শূন্যপদ ২৭টি। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির ডিগ্রিধারী হতে হবে। মাইনে ৫৭,৭০০ – ১,৮২,৪০০ টাকা।। মাইনে ৫৭,৭০০ – ১,৮২,৪০০ টাকা।

প্রফেসর নেওয়া হবে এইসব বিষয়ের জন্য– অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ, বাংলা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইকনমিক্স, ইংলিশ, ইকোলজি অ্যান্ড এনভায়রণমেন্টাল সায়েন্স, এডুকেশন, হিন্দি, লাইফ সায়েন্স অ্যান্ড বায়োইনফর্মেটিক্স, ল ইন ল সাবজেক্টস, ম্যাথমেটিক্স, ম্যাস কমিউনিকেশন, নেতাজি সুভাষ সেন্টার, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ভিজুয়াল আর্টস, উইমেন স্টাডি সেন্টার, জিওগ্রাফি, অ্যারাবিক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কমার্স, ইকোলজি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফরেন ল্যাঙ্গোয়েজ, হসপিটালিটি অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, আর্থ সায়েন্স, হিস্ট্রি, নন-ল সাবজেক্টস, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক এবং উর্দু।

প্রার্থীদের স্বীকৃত ডিগ্রিধারী হতে হবে। তফসিলি এবং ওবিসিরা নম্বরে ৫ শতাংশ ছাড় পাবেন। প্রাথমিকভাবে ইন্টারভিউ এর জন্য বাছাই করা হতে পারে লিখিত পরীক্ষা বা নম্বরের ভিত্তিতে। বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের কল লেটার পাঠানো হবে স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্ট/ ই-মেইলের মাধ্যমে। বাছাই প্রার্থীদের নিয়ে রিজার্ভ প্যানেল বা ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হবে যা ১ বছর পর্যন্ত বৈধ থাকবে।

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যোগ্যতা এসবের হিসাব করতে হবে ৮-১২-২০২০ তারিখের হিসেবে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা। তপশিলি/ শারীরিক প্রতিবন্ধীদের কোনও ফি দিতে হবে না। ফি দেবেন অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, ইন্টারনেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড ব্যবহার করে, ৮ ডিসেম্বরের মধ্যে।

অনলাইন দরখাস্ত করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ ডাউনলোড করবেন www.aus.ac.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৮ ডিসেম্বর, বিকেল পাঁচটার মধ্যে।
যাবতীয় প্রমানপত্রের কপিসহ ডাউনলোড করা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে ১৪ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং ৪/২০২০ এবং তারিখ অক্টোবর ২০২০। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment