Pen and PoemOthers 

সাহিত্যচর্চায় জড়িয়ে থাকা সেই মানুষ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কর্পোরেট জগতের উচ্চপদে কর্মরত ছিলেন তিনি। পাশাপাশি জড়িয়ে ছিলেন সাহিত্যচর্চায়। কবিতা, অনুবাদ, প্রবন্ধ, উপন্যাস-সহ সব ক্ষেত্রেই তাঁর বিচরণ ছিল। ১৯৪৬ সালে অবিভক্ত বাংলায় টাঙ্গাইলে ওই সাহিত্যপ্রেমী মানুষটির জন্ম হয়েছিল। এরপর ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছিলেন কলকাতায়। কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে তাঁর। অন্যদিকে অনুবাদ করেছেন নেরুদা ও রিলকের কবিতাও। আবার মুম্বই থেকে প্রকাশ করতেন পত্রিকা কবিতা রিভিউ। এছাড়া সাহিত্য সমালোচনার বই, ইউরোপীয় নাটকের আলোচনাগ্রন্থও লিখেছেন। বিশিষ্ট সেই সাহিত্যিক ও লেখক অমিতাভ চৌধুরি সম্প্রতি প্রয়াত হয়েছেন।

Related posts

Leave a Comment