Badaban TigerOthers 

সুন্দরবনের বাদাবনে বাঘ বেড়েই চলেছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাঘ বাড়ছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের বাদাবনে বাঘ বেড়েই চলেছে। গত ২০১৮ সালের সমীক্ষার তুলনায় ১ বছরে অন্তত ৮টি বাঘ বেশি দেখা গিয়েছে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির তথ্য অনুযায়ী জানা যায়, ২০১০ সালে সুন্দরবনে বাঘ ছিল ৭০টি। ২০১৪ সালে তা হয় ৭৬টি। ২০১৮ সালে সংখ্যাটা ৮৮ হয়েছে। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বাঘশুমারির সবিস্তার রিপোর্ট প্রকাশ করেছেন বলে জানা যায়।

Related posts

Leave a Comment