রোমে আন্তর্জাতিক কুস্তিতে সোনা জয়ী বজরং পুনিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সোনা জিতে বিশ্বের এক নম্বর হলেন বজরং পুনিয়া। অলিম্পিকের পূর্বে বিশ্বের এক নম্বর স্থান করলেন এই কুস্তিগির। রোমের মাতেও পেলিকোন আন্তর্জাতিক কুস্তিতে পুরুষদের ৬৫ কেজি বিভাগে সোনা জয়ী হলেন বজরং পুনিয়া। ভারতীয় এই কুস্তিগির পরাজিত করলেন মঙ্গোলিয়ার টুল্গা তুমুর ওচিরকে। প্রথমে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েন বজরং।এরপর ম্যাচের রং বদলে দেন বজরং। জয়ের পর বজরং জানিয়েছেন,এই জয়টা আমাকে অলিম্পিকের আগে ভরসা দিয়েছে। অলিম্পিকে পদক পেতে আরও উন্নতি দরকার।

