কমনওয়েলথ গেমসে ফের সোনা বজরং পুনিয়ার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসে আবার সোনা জয়ী হলেন বজরং পুনিয়া। টানা দু’বার স্বর্ণপদক জয়ী হলেন এই ভারতীয় কুস্তিগীর। ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার লাচলান ম্যাকনিলকে ৯-২ পয়েন্টে পরাজিত করে বজরং কমনওয়েলথ গেমসে আবার সোনা জয় করলেন। গোল্ড কোস্টের পর আবার কমনওয়েলথ গেমসে সোনা জিতে নজির গড়লেন ভারতীয় এই কুস্তিগির। উল্লেখ্য,২০১৪ সালে গ্লাসগো গেমসে তিনি ৬১ কেজি বিভাগে রুপো জয় করেছিলেন। (ছবি: সংগৃহীত)

