bengal and employmentBreaking News Others 

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কর্মসংস্থানের আশ্বাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন-২০২২। রাজ্য সরকারের নজরে তাজপুর ও দেউচা পাচামি। শিল্প মানচিত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উত্তরবঙ্গকে। আইটি পার্ক এবং টি ট্যুরিজম নিয়ে বিশেষ ভাবনার কথা উল্লেখ করা হয়েছে । দু-দিনের শিল্প-সম্মেলনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকার লগ্নি প্রস্তাব। সব মিলিয়ে রাজ্যে কর্মসংস্থানের পথ প্রশস্ত হচ্ছে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তাঁর মন্তব্য,”আমরা লড়াই করছি। উন্নয়ন কখনও থামানো যায় না। বাংলা সবসময় পথ দেখাত, আবার দেখাবে”।

বিশ্ব বাংলা সম্মেলনের আজ দ্বিতীয় দিনেও হাজির ছিলেন একাধিক উদ্যোপতি থেকে শিল্পপতিরা। রাজ্যে শিল্পের বিকাশে মুখ্যমন্ত্রী আরও বলেছেন,”সেক্টরিয়াল কমিটিগুলো সারাবছর ধরে কাজ করবে। প্রতিমাসে ১ বার করে তাঁরা দেখা করবেন। পলিসি চেঞ্জ নিয়ে মতামত দেবেন। ১৩৭টা মৌ-চুক্তি হয়েছে। ৩,৪২,৩৭৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছি। আগের ৫ বছর ১২ লক্ষ কোটি টাকার প্রস্তাব এসেছিল। তার মধ্যে অনেকগুলো কার্যকরী হয়েছে। অনেকগুলো কার্যকরের পথে। ২৬টি হেলিকপ্টার সেন্টার করেছি আমরা।” (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment