coronaBreaking News Health 

১০০ কোটি ন্যাজাল ভ্যাকসিনের বরাত পেল ভারত বায়োটেক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নাক দিয়ে টেনে নেওয়া যায় এমন কোভিড ভ্যাকসিন বাজারে আসতে চলেছে। জানা গিয়েছে, এবার এই ধরনের ন্যাজাল ভ্যাকসিন তৈরির বরাত পেল হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক। সূত্রের খবর, ভ্যাকসিনটি প্রস্তুত করছে মুসৌরির ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন। পাশাপাশি ভারত বায়োটেকের সঙ্গে ১০০ কোটি ডোজ প্রস্তুত করা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে দেওয়ার চুক্তি হয়েছে সংস্থার সঙ্গে। ইতিমধ্যেই প্রথম দফার ট্রায়াল শুরু হয়ে গিয়েছে মার্কিন মুলুকে। প্রথম ধাপের পরীক্ষা সফল হলেই ভারতেও দ্বিতীয় ও তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হবে বলে জানা যায়।

ভারত বায়োটেক সূত্রে খবর, এই ভ্যাকসিন গ্রহণকারীর ক্ষেত্রে আর প্রয়োজন হবে না সূঁচ ও সিরিঞ্জের। নাক দিয়ে টেনেই গ্রহণ করা যাবে এই ভ্যাকসিন। অন্যদিকে গোটা কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার খরচও অনেকটা কমে যাবে বলেও আশা করা হচ্ছে। সূত্রের আরও খবর, ব্রিটেন, জাপান ও ইওরোপীয় দেশগুলি বাদে অন্য বহু দেশেই এই ভ্যাকসিন পৌঁছে দেবে হায়দরাবাদের এই সংস্থাটি। ভারত বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন একটি ভ্যাকসিন তৈরির অংশ হতে পেরে আমরা গর্বিত। আমরা এই ভ্যাকসিনটির ১০০ কোটি সিঙ্গল ডোজ তৈরির বরাত পেয়েছি। এক্ষেত্রে গোটা বিশ্বের ১০০ কোটি মানুষ এই ভ্যাকসিনে উপকৃত হবেন। আমাদের ভ্যাকসিন তৈরির কার্যক্ষমতা ও সরবরাহের দক্ষতার কারণেই আমাদেরকে বেছে নেওয়া হয়েছে বলেও সংস্থাটি দাবি করেছে।

Related posts

Leave a Comment