১০০ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের পদে ১০০ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১ -র অধীনে। নীচের মতো যোগ্যতার ভারতীয় প্রার্থীরা আবেদন করতে পারেন। এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের পর ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে চাকরি হওয়ার কোনও নিশ্চয়তা নেই।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: আসন ১০০টি। এরমধ্যে ডিসিপ্লিন অনুযায়ী আসন:- মেকানিক্যাল- ২৯, কম্পিউটার সায়েন্স- ১৫, মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড সেক্রেটারিয়াল প্র্যাক্টিস- ১০, ইলেক্ট্রনিক্স- ৩২, ইলেক্ট্রিক্যাল- ৮ এবং সিভল ৬। ১ বছরের ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ১০,৪০০ টাকা।
সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী হতে হবে। ডিপ্লোমা পাশ করে থাকতে হবে ৩০-১০-২০১৭ তারিখ বা তার পরে। ওই তারিখের হিসেবে বয়স হতে হবে ২৩ বছর বা তার কম। সরকরি নিয়ম অনুযায়ী তফশিলিরা ৫, ওবিলিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
প্রার্থিবাছাই হবে ডিপ্লোমা ফাইনালে পাওয়া শতকরা নম্বরের ভিত্তিতে। বিইএল কর্মীর সন্তান হলে পাশ মার্কের ভিত্তিতে।
দরখাস্ত করতে প্রথমে mhrdnats.gov.in ওয়েবসাইটে ঢুকে এনরোল করতে হবে। এনরোল করলে পাবেন আইডি এবং পাসওয়ার্ড। এই আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে দরখাস্ত পূরণ করবেন ১০ অগস্টের মধ্যে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

