জুনিয়র স্কেল ও মেডিক্যাল অফিসার পদে ৫৫৯ ডাক্তার নিচ্ছে ইউপিএসসি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র স্কেল (ক্যাটেগরি-ওয়ান) ও মেডিক্যাল অফিসার (ক্যাটেগরি-টু) পদে ৫৫৯ ডাক্তার নিচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। নিয়োগ হবে সেন্ট্রাল হেলথ সার্ভিস, রেল, ইন্ডিয়ান অর্ডন্যান্স ফ্যাক্টরি, ইস্ট দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল, নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে। প্রার্থিবাছাই হবে ইউপিএসসি কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস (সিএমএস) এক্সাম ২০২০ -র মাধ্যমে।
সেন্ট্রাল হেলথ সার্ভিসে জুনিয়র স্কেল (ক্যাটেগরি-ওয়ান)-এর শূন্যপদ ১৮২টি। বাকি মেডিক্যাল অফিসার (ক্যাটেগরি-টু) -এর ৩৭৭টি শূন্যপদের মধ্যে – রেলে অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিক্যাল অফিসারের শূন্যপদ ৩০০টি, ইন্ডিয়ান অর্ডন্যান্স ফ্যাক্টরি হেলথ সার্ভিসে শূন্যপদ ৬৬টি, নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারের শূন্যপদ ৪টি, ইস্ট দিল্লি এবং নর্থ দিল্লি ও সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে মোট শূন্যপদ ৭টি।
প্রার্থীকে এমবিবিএস ফাইনালের লিখিত এবং প্র্যাক্টিক্যাল ২টি পার্টেই পাশ করে থাকতে হব। ১-৮-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩২ বছরের কম। কাজেই জন্মতারিখ হতে হবে ২-৮-১৯৮৮ -র আগে।
ইন্টারভিউ/ পার্সোনালিটি টেস্ট হবে। পরে প্রমাণপত্র যাচাই। যোগ্য প্রার্থীদের সিএমএস পরীক্ষার ৩ সপ্তাহ আগে ই-অ্যাডমিট কার্ড দেওয়া হবে। ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ইউপিএসসি ওয়েবসাইট থেকে। কম্পিউটার বেসড সিএমএস পরীক্ষায় থাকবে ২টি পেপার। অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষা হবে কলকাতা, আগরতলা, কটক, ধানবাদ-সহ দেশের মোট ৪১টি কেন্দ্র।
ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। ফি দেবেন এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। মহিলা/ তফশিলি/ শারীরিক প্রিতবন্ধীদের এই ফি দিতে হবে না। যাঁরা নগদে ফি দিতে চাইবেন তাঁরা পার্ট-টু রেজিস্ট্রেশনের সময় পে-ইন-স্লিপের প্রিন্ট নিয়ে ফি জমা দেবেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাউন্টারে, ১৭ অগস্টের মধ্যে। অনলাইনে ফি দিতে পারবেন ১৮ অগস্ট পর্যন্ত।
দরখাস্ত করবেন অনলাইনে ১৮ অগস্ট সন্ধে ৬টার মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। অনলাইন দরখাস্ত অপসারিত করতে পারবেন ২৫ অগস্ট থেকে ৩১ অগস্ট সন্ধে ৬টার মধ্যে। আরও বিস্তারিত তথ্য ইউপিএসসি -র ওয়েবসাইটে (https://upsconline.nic.in)।
অনলাইন রেজিস্ট্রশন করতে ও বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

