জনমত সমীক্ষা বলছে এবার অপ্রতিরোধ্য জো বাইডেন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বাইডেন ঝড় অ্যারিজোনা-নিউইয়র্ক ও ফ্লোরিডায়। জনমত সমীক্ষা অবশ্য বলছে এবার অপ্রতিরোধ্য বাইডেন। তবে গণনায় ট্রাম্প বাইডেনকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে এ খবরও মিলছে। কখনও বাইডেন সামনের সারিতে। সূত্রের খবর,ফ্লোরিডায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আরাকানস, জর্জিয়ায় এগিয়ে ট্রাম্প। নর্থ ডাকোটায় অনেকটা এগিয়ে রয়েছেন ট্রাম্প। কেন্টাকিতেও ট্রাম্পের দাপট অব্যাহত বলে জানা গিয়েছে।
এক্ষেত্রে আরও জানা গিয়েছে, জো বাইডেন ইলিয়নিস, কানেক্টিকটেৃ ম্যাসেচুটাস, নিউইয়র্ক মিনেসোটা, পেনসিলভেনিয়া, ভার্মোটের মতো জায়গায় অনেকটা এগিয়ে রয়েছেন। অ্যারিজোনায় ৭৩ শতাংশ বেশি ভোট পেয়ে জেতার সম্ভাবনা বাইডেনের। সর্বশেষ রিপোর্ট-এ এই তথ্য সামনে এসেছে। সূত্রের আরও খবর,সব মিলিয়ে মোট ৯৪ টি আসনে বাইডেনের দাপট রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,নিউইয়র্ক, মিশিগান, ফ্লোরিডার মতো জায়গাগুলি দখল করতে পারলে মসনদ দখলে থাকবে তাঁর।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬ টা থেকে ভোট পর্ব শুরু হয়। পূর্বেই পোস্টাল ব্যালটে ভোট পর্ব মিটিয়েছেন অনেক মানুষ। ভোটকেন্দ্রগুলিতেও করোনা কালে মাস্কমুখে ভোটদাতাদের উপস্থিতি ছিল। বাইডেনপন্থীদের অনেকেই ফল প্রকাশের আগেই উল্লাস প্রকাশ করেছেন হোয়াইট হাউজ চত্বরে।

