লাদাখে মোতায়েন ভারতীয় সেনার জন্য শীতবস্ত্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেনার জন্য শীতবস্ত্র। শীত আসছে বলে আমেরিকা এ ব্যাপারে উদ্যোগী হল। সূত্রের খবর, চিন-ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন ভারতীয় সেনার জন্য বিশেষভাবে তৈরি শীতবস্ত্র পাঠিয়েছে আমেরিকা। প্রশাসন সূত্রের খবর, প্রবল ঠাণ্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য ওই পোশাক তুলে দেওয়া হবে লাদাখে মোতায়েন সেনাদের হাতে। উল্লেখ করা যায়, সেনাবাহিনীর কাছে ৬০ হাজার এই ধরনের শীতবস্ত্র বা পোশাক রয়েছে। এ বছর অতিরিক্ত আরও ৩০ হাজার পোশাকের প্রয়োজন। এ ব্যাপারে প্রয়াস গ্রহণ করেছে আমেরিকা। আগ্নেয়াস্ত্র ও যুদ্ধের সরঞ্জামও পাঠানো হয়েছে বলে খবর।

