দিল্লি পুলিশের বড়সড় সাফল্য, আটক ২ খালসা জঙ্গি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দিল্লি পুলিশের বড়সড় সাফল্য। সূত্রের খবর, বাব্বর খালসা ইন্টারন্যাশানালের জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত ২ জঙ্গিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ওই জঙ্গিদের নাম দিলবর সিং ও কুলওয়াত সিং। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে একটি সূত্র মারফৎ খবর পেয়ে দিল্লি পুলিশের একটি দল হানা দেয় ভূপেন্দ্র ওরফে দিলবর সিং ও কুলওয়াত সিংয়ের ঘাঁটিতে। এরপর পুলিশের সঙ্গে কয়েকপ্রস্ত গুলি বিনিয়ম শুরু হয় ওই জঙ্গিদের। অবশেষে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে এই দুই দুষ্কৃতী, এমনটাই জানা গিয়েছে।
উল্লেখ্য, পাঞ্জাবের মোস্ট ওয়ান্টেড তালিকায় শীর্ষে রয়েছে লুধিয়ানা নিবাসী এই দুই জঙ্গির নাম। গত এপ্রিল মাসেই ইন্টেলিজেন্স ব্যুরো জানিয়েছিল, হামলার ছক কষছে দুই যুবক। এরপর দিল্লি পুলিশ নড়েচড়ে বসে। শুরু হয় একের পর এক সন্ত্রাসীকে চিহ্নিত করা। সূত্রের আরও খবর, ভারত ও ব্রিটেন দুই দেশই বাব্বর খালসা ইন্টারন্যাশনালকে জঙ্গিগোষ্ঠী বলে ঘোষণা করেছে। পাশাপাশি জার্মানি, কানাডার নিষিদ্ধের তালিকাতেও রয়েছে এই জঙ্গিগোষ্ঠী। কারণ হিসেবে বলা হয়েছে, ১৯৭৮ সালে গড়ে ওঠা বাব্বর খালসা স্বতন্ত্র শিখ প্রদেশ গড়তে চায়।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতেও অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজধানী দিল্লির পরিস্থিতি। এক্ষেত্রে বিশেষ সূত্রে খবর পেয়ে জঙ্গি সন্দেহে আবু ইউসুফ খানকে রিজ রোড এলাকা থেকে আটক করে দিল্লি পুলিশের বিশেষ দল। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে আইইডি বিস্ফোরক। অনুমান করা হচ্ছে, রামমন্দিরে হামলার ছক কষেছিল সে। তখন পুলিশি তৎপরতাতেই বড়সড় দুর্ঘটনা ঘটাতে পারেনি জঙ্গিরা।

