ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অভিন্ন প্রবেশিকা। বিশ্বভারতী-সহ ৪৫টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (সিইউইটি) চালু হতে চলেছে। এক্ষেত্রে জানা গিয়েছে, প্রবেশিকায় বসার জন্য আবেদন নেওয়া হবে এপ্রিল মাসের প্রথম দিকে। জুলাই মাসের প্রথম সপ্তাহে ওই পরীক্ষা গ্রহণ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এ বিষয়ে আরও জানা যায়, বাংলা, হিন্দি, ইংরেজি, মারাঠি ও গুজরাতি-সহ ১৩টি ভাষায় কম্পিউটার ভিত্তিক পরীক্ষা গ্রহণ করা হবে। ইউজিসি-র বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয়, অভিন্ন প্রবেশিকার নম্বর রাজ্যের বিশ্ববিদ্যালয়, ডিমড ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি ভর্তির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

