বেকারত্বের হার : প্রকাশিত রিপোর্ট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বেকারত্বের হার নিয়ে উদ্বেগ। গত বছর জুলাই-সেপ্টেম্বর মাসে দেশের শহরাঞ্চলে ১৫ বছরের বেশি বয়সিদের মধ্যে বেকারত্বের হার ছিল ৯.৮ শতাংশ। জাতীয় পরিসংখ্যান দফতর বা এনএসও-র প্রকাশিত রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। এই হার ২০২০ সালের তুলনায় অনেকটা কম হলেও এখনও উদ্বেগ কমেনি। বিশেষজ্ঞ মহলের এমনই ধারণা। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে, ২০২০ সালে করোনা আবহে লকডাউনের ফলে এই হার ঊর্ধ্বমুখী ছিল।
এক্ষেত্রে আরও উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের এপ্রিল-জুন মাসে তা ছিল ১২.৬ শতাংশ। ওই বছর জুলাই-সেপ্টেম্বর মাসে শহরে মহিলাদের বেকারত্বের হারও ১৫.৮ শতাংশ। পরবর্তীতে তা কমে ১১.৬ শতাংশ হয়েছে। পুরুষদের ক্ষেত্রে তা ১২.৬ শতাংশ থেকে কমে ৯.৩ শতাংশ হয়েছে। সেই নিরিখে কাজের বাজারে যোগদানের হার ওই সময়ে ছিল ৪৬.৯ শতাংশ।

