বিশ্বনাথন আনন্দের মুকুটে নয়া পালক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বনাথন আনন্দের মুকুটে নতুন পালক যোগ হল। দাবায় ৫ বারের বিশ্বজয়ী ভারতের ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড বা ডব্লিউডব্লিউএফ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বিশ্বনাথন আনন্দ। পরিবেশ সংক্রান্ত প্রতিষ্ঠানটি এই ঘোষণা করেছে। এই সাফল্যের পর বিশ্বনাথন আনন্দ জানিয়েছেন, আমাদের সন্তানদের অনেক বেশি সবুজ এবং সুস্থ বিশ্ব দিতে হবে। সেই পথ দেখাতে হবে আমাদের মতো বয়ঃজ্যেষ্ঠদেরই।

