ভেঙে পড়া ইন্দোনেশীয় বিমানের ব্ল্যাক বক্স
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পাওয়া গেল ব্ল্যাক বক্স। সূত্রের খবর, শেষ পর্যন্ত সন্ধান মিলল ভেঙে পড়া ইন্দোনেশীয় বিমানের ব্ল্যাক বক্সের। এক্ষেত্রে আরও জানা যায়, সমুদ্রের গভীর থেকে সেটি উদ্ধার করেন ডুবুরিরা। উল্লেখ করা যায়, প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে জাকার্তা বিমানবন্দর থেকে ৬২ জন যাত্রীকে নিয়ে রওনা হয়েছিল বোয়িং ৩৭৩ উড়ানটি। জাভা সাগরে সেটি ভেঙে পড়ে। নৌসেনা সূত্রের খবর, মূল ব্ল্যাক বক্সটি উদ্ধার করা সম্ভব হয়েছে। যাত্রীদের দেহাংশ ও মালপত্র পাওয়া গিয়েছে বলে খবর।

