Indian ArmyOthers 

১৯৪ রিলিজিয়াস টিচার নিচ্ছে ভারতীয় সেনায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আরআরটি ৯১, ৯২, ৯৩, ৯৪ এবং ৯৫ কোর্সের জন্য ১৯৪ জুনিয়র কমিশন্ড অফিসার (রিলিজিয়াস টিচার) নিচ্ছে ভারতীয় সেনায়। আবেদন করতে পারবেন সিভিলয়ান পুরুষ প্রার্থী এবং কর্মরত সোলজার পুরুষ প্রার্থীরা। যোগ্যতার মানদণ্ড কর্মরত এবং সরাসরি নিয়োগ প্রার্থীদের ক্ষেত্রে একই। ১-১০-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৩৪ বছরের মধ্যে।

পণ্ডিত: শূন্যপদ ১৭১টি। পণ্ডিত (গোর্খা): শূন্যপদ ৯টি। এই পদে আবেদন করতে পারবেন কেবল হিন্দু (গোর্খা) প্রার্থীরাই। গ্রন্থী: শূন্যপদ ৫টি। মৌলভি (সুন্নি): শূন্যপদ ৫টি। মৌলভি (শিয়া): শূন্যপদ ১টি। এই পদে আবেদন করতে পারবেন কেবল লাদাখি মুসলিম শিয়া প্রার্থীরা। পাদ্রী: শূন্যপদ ২টি। বোধ মঙ্ক: শূন্যপদ ১টি।

যে কোনও শাখার গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে– পণ্ডিত এবং পণ্ডিত (গোর্খা) পদের প্রার্থীদের সংস্কৃতে আচার্য কিংবা “করম কাণ্ড”-এ ১ বছরের ডিপ্লোমা-সহ সংস্কৃতে শাস্ত্রী উপাধিধারী হিন্দু হতে হবে। গ্রন্থী পদের প্রার্থীদের পাঞ্জাবীতে “জ্ঞানী” উপাধিধারী শিখ হতে হবে। মৌলভি এবং মৌলভি (শিয়া) পদের প্রার্থীদের আরবির মৌলভি আলিম অথবা উর্দুর আদিব আলিম ধারী মুসলিম হতে হবে। পাদ্রী পদের প্রার্থীদের উপযুক্ত আধ্যাত্মিক কর্তৃপক্ষের দ্বারা যাজকত্বে নিযুক্ত হতে হবে এবং স্থানীয় বিশপদের অনুমোদিত তালিকায় নাম থাকতে হবে। বোধ মঙ্ক পদের প্রার্থীদের মনেস্ট্রির প্রধান পুরোহিত দ্বারা নিযুক্ত মঙ্ক/ বুদ্ধিস্ট পুরোহিত হতে হবে।

এছাড়া প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সবল হতে হবে। বুকের ছাতি ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই। উচ্চতা অন্তত ১৬০ (গোর্খা ও লাদাখি এলাকার প্রার্থী হলে অন্তত ১৫৭ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষ্মাদ্বীপের প্রার্থী হলে অন্তত ১৫৫) সেমি হতে হবে। সবার ক্ষেত্রেই বুকের ছাতির মাপ হতে হবে ৭৭ সেমি। ওজন অন্তত ৫০ (গোর্খা এবং লাদাখি এলাকার প্রার্থী হলে অন্তত ৪৮) কেজি থাকা চাই। আর ৮ মিনিটে ১৬০০ মিটার দৌড়ানোর দক্ষতা থাকা চাই। পার্বত্য এলাকায় ৫০০০ থেকে ৯০০০ ফুট উচ্চতায় দৌড়ানোর ক্ষেত্রে ৩০ সেকেন্ড এবং ৯০০০ থেকে ১২০০০ ফুট উচ্চতায় দৌড়ানোর ক্ষেত্রে ১২০ সেকেন্ড অতিরিক্ত সময় পাবেন।

যোগ্য প্রার্থীদের প্রাথমিক স্ক্রিনিংয়ের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে। স্ক্রিনিংয়ে থাকবে মূল প্রমাণপত্র যাচাই, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও পরে ডাক্তারি পরীক্ষা। পরীক্ষা হবে সংশ্লিষ্ট হেডকোয়ার্টার্স রিক্রুটিং জোন/ রেজিমেন্টাল সেন্টারগুলিতে।

এভাবে বাছাই প্রার্থীদের ২৭ জুন হবে লিখিত পরীক্ষা। থাকবে প্রতিটি ১০০ নম্বরের ২টি পেপার। (কোয়ালিফাইং নেচারেরর) পেপার-ওয়ান (জেনারেল অ্যাওয়্যারনেস) -এর পরীক্ষা সকলকেই দিতে হবে। থাকবে ২ নম্বরের ৫০টি প্রশ্ন। পেপার-টু -তে থাকবে ৫০টি (নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের) প্রশ্ন। প্রতি প্রশ্নে ২ নম্বর। দুটি পেপারেই ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.৫ নম্বর করে। সফল হতে দুটি পেপারেই পেতে হবে অন্তত ৪০ নম্বর করে। পেপার-টু -এর নম্বরের ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য বাছাই করা হবে। ইন্টারভিউ হবে 1 ASC Trg Centre, Bangalore এবং 39 GTC, Varanasi -তে। ইন্টারভিউয়ের জন্য নির্বাচিতদের তালিকা পাওয়া যাবে www.joinindianarmy.nic ওয়েবসাইটে। ১০০ নম্বরের ইন্টারভিউয়ে সফল হতে পেতে হবে অন্তত ৫০ নম্বর। চূড়ান্ত বাছাই হবে পেপার-টু এবং ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে। Serving/ Ex-servicemen/ War Widow/ Widow -র ছেলেরা এবং Sportsmen/ NCC/ Computer certificate holders রা কোনও বোনাস নম্বর পাবেন না।

সব Headquarters Recruiting Zones, Independent Recruiting Office (Delhi Cantt), GRD Kunraghat, Ladakh Scouts Regt Centre (Leh) -তেই নিয়োগ হবে। তবে সিভিল ক্যান্ডিডেটরা স্ক্রিনিং এবং লিখিত পরীক্ষার জন্য কেবলমাত্র তাঁদের এলাকার Headquarter Recruiting Zone or Independent Recruiting Office (Delhi Cantt) -এই যাবেন। সার্ভিস ক্যান্ডিডেটরা স্ক্রিনিং এবং লিখিত পরীক্ষার জন্য কেবলমাত্র তাঁদের নিকটবর্তী Recruiting Zones or Independent Recruiting Office (Delhi Cantt) -এ যাবেন এবং আবেদন করবেন অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে।

পণ্ডিত, গ্রন্থী, পাদ্রী এবং মৌলভি (সুন্নি) পদের সিভিল ক্যান্ডিডেটরা আবেদন করবেন কেবলমাত্র অনলাইনে www.joinindianarmy.nic ওয়েসাইটের মাধ্যমে। পণ্ডিত (গোর্খা) পদের সিভিল গোর্খা ক্যান্ডিডেটরা লিখিত আবেদনপত্র জমা করবেন কেবলমাত্র Gorkha Recruiting Depot, Kunraghat -এ। মৌলভি (শিয়া) পদের জন্য লাদাখ রিজিয়নের সিভিল মুসলিম (শিয়া) ক্যান্ডিডেটরা লিখিত আবেদনপত্র জমা করবেন Ladakh Scouts Regimental Centre, Leh -তে। বৌধ মঙ্ক পদের জন্য সিকিম রিজিয়ন ছাড়া অন্যান্য সিভিল বুদ্ধিষ্ট (Mahayana) ক্যান্ডিডেটরা লিখিত আবেদনপত্র জমা করবেন Ladakh Scouts Regimental Centre, Leh -তে। প্রার্থিবাছাই, দরখাস্তের পদ্ধতি-সহ সকল বিষয়েই অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

অনলাইন দরখাস্ত করবেন ওয়েবসাইটের মাধ্যমে, ৯ ফেব্রুয়ারি, বিকেল ৫টার মধ্যে। সিভিলিয়ান ক্যান্ডিডেটদের লিখিত দরখাস্ত পৌঁছনো চাই ১ মার্চের মধ্যে।

পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং সিকিমের ক্ষেত্রে Headquarter Recruiting Zone/ Concerned Regimental Centre (HRZ/ CRC) -এর ঠিকানা: Headquarter Recruiting Zone, Kolkata, 1 Gokhale Road, Kolkata – 700020. অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় এবং নাগাল্যান্ডের ক্ষেত্রে HRZ/ CRC -এর ঠিকানা: Headquarter Recruiting Zone, Shillong, Shillong-793001. অন্যান্য রাজ্য, ইউটি ও জেলার ক্ষেত্রে (HRZ/ CRC) -এর ঠিকানাগুলি পাবেন পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment