গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে লায়ন্স ক্লাবের রক্তদান উৎসব
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, হুগলি: আজ ২ অক্টোবর ‘গান্ধী জয়ন্তী’ উপলক্ষ্যে পালিত হল রক্তদান শিবির। হুগলি জেলার বলাগড় ব্লকের সবুজ ঘেরা এক ছোট্ট গ্রাম মটুকপুর। ইন্টারনেটের যুগে গুগল লোকেশনে খুঁজলে চট করে এই গ্রামের হদিশ মিলবে না। সূত্রের খবর, সেখানেই পিন্ডিরা অঞ্চলের মটুকপুর প্রাথমিক বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার উদ্যোগে ২ অক্টোবর, গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। আধুনিকতা থেকে অনেক দূরে কৃষিপ্রধান এই গ্রামবাসীদের আন্তরিকতায় সেই শিবির হয়ে উঠল মিলনক্ষেত্র। এই শিবিরে থ্যালাসেমিয়া ও করোনা সাবধানতা নিয়ে এলাকাবাসীদের সচেতন করা হয়। রক্তদাতা ছাড়াও উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা।

