গায়ক-গীতিকার বব ডিলানের গান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইউনিভার্সাল মিউজিক পাবলিশিং গ্রুপ নোবেলজয়ী গায়ক-গীতিকার বব ডিলানের ৬০ বছরের গানের ক্যাটালগের স্বত্ব কিনে নিয়েছে বলে খবর। সূত্রের খবর, গানের ক্যাটালগের মধ্যে ডিলানের ৬০০টি গান রয়েছে বলে জানা যায়। সূত্রের আরও খবর, ওই গানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’, ‘দ্য টাইমস দে আর এ চেঞ্জিং’ ও ‘ট্যাঙ্গলড আপ ইন ব্লু’ প্রভৃতি। এক্ষেত্রে বলা হয়েছে, বিটলসের পরই ডিলানের এই গানের সংগ্রহ সংরক্ষণের নিরিখে খুবই গুরুত্বপূর্ণ-ও মূল্যবান।

