Bratya Basu-1Others 

স্কলারশিপের আবেদনের ন্যূনতম যোগ্যতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগে স্বামী বিবেকানন্দ মেরিটস কাম মিনস স্কলারশিপের জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর পাওয়া আবশ্যিক ছিল। এবার তা কমিয়ে ৬০ শতাংশ নম্বর করা হয়েছে। এই বৃত্তির পোর্টাল উদ্বোধন করে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয়ের পরিমাণ সর্বোচ্চ ২.৫০ লক্ষ টাকা রাখা হয়েছে।

এ বিষয়ে আরও জানানো হয়, বিদেশের নামী প্রতিষ্ঠানে পড়াশোনার জন্যও স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই পোর্টালও এদিন উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি পাঠ সমাপ্ত করার পর পড়ুয়ারা কোন পেশায় যাবেন, তার দিশা দেখানোর জন্য একটি কেরিয়ার গাইডেন্স পোর্টালেরও উদ্বোধন করা হয়েছে।

Related posts

Leave a Comment