পড়ুয়াদের জন্য “স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ার”
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ার”। পড়ুয়াদের জন্য এই প্রয়াস। ইংল্যান্ডে বিভিন্ন পাঠ্যক্রম সম্পর্কে পড়ুয়াদের জন্য ব্রিটিশ কাউন্সিল এই আয়োজন করতে চলেছে। জানা গিয়েছে,আগামী ৫ ডিসেম্বর দুপুর ২টো থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত অনলাইনে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইংল্যান্ডের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এক্ষেত্রে জানা গিয়েছে,পড়ুয়ারা জানতে পারবেন বিষয় ও বিশ্ববিদ্যালয় বাছাই সহ আবেদনের পদ্ধতি। এ বিষয়ে আরও জানা যায়,ভিসা ও বৃত্তির জন্য ইউকে ভিসাজ এন্ড ইমিগ্রেশন এবং ব্রিটিশ কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানেও পড়ুয়ারা অংশ নিতে পারবেন।

