বাংলা ভাষার টানে উৎসব কানাডার টরেন্টো শহরে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কানাডার টরেন্টো শহরে তাপমাত্রা মাইনাস ২২ ডিগ্রি। বরফ পড়ার পর ঝলমলে রোদ উঠলেও হাড় হিম করা ঠান্ডা ছিল। এমন দিনেই প্রায় ৬০০ বাঙালি মিলিত হলেন টরেন্টোর প্রবাসী বাঙালিদের সংগঠন পূর্বায়নের অনুষ্ঠানে। জানা গিয়েছে, ভাষা দিবস আর সরস্বতী পুজো একসঙ্গে উদযাপন। তিথি মেনে বসন্ত পঞ্চমী অতিক্রান্ত। প্রবাসীরা একজোট হয়ে সাড়ম্বরে পালন করলেন বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের প্রিয় দুটি অনুষ্ঠান। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারির অনুষ্ঠানে পূর্বায়নের এই বছরের থিম ছিল বাংলা ভাষা। দেশ থেকে অনেক দূরে বড় হওয়া দ্বিতীয় প্রজন্মের কাছে বাংলা ভাষাকে তুলে ধরাই ছিল এর মূল উদ্দেশ্য। আয়োজক সূত্রের খবর, ২১ ফেব্রুয়ারির শহিদদের সম্মানে সমস্ত অন্দরসজ্জা ছিল সাদা-কালো। শতাধিক শিশু-কিশোর উপস্থিত ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে। যাদের অধিকাংশেরই জন্ম ভারতের বাইরে। কচিকাঁচাদের বাংলা ভাষার বিভিন্ন রূপকে নাচের মাধ্যমে ফুটিয়ে তোলা এবং ১০০ বছরের বাংলা সিনেমার প্রতি শ্রদ্ধার্ঘ্য- সবেতেই ছিল বাংলার স্পর্শ।