Central Cabinet-1Others 

সব মিলিয়ে কেন্দ্রীয় নতুন মন্ত্রিসভা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল ঘটানো হল। নতুন মন্ত্রিসভা ও মন্ত্রী পরিষদে স্থান দেওয়া হয়েছে অনেক নতুন মুখ। শোষিত, বঞ্চিত, পীড়িত ও আদিবাসী শ্রেণির প্রতিনিধিত্বও রাখা হয়েছে। সূত্রের খবর, ১২ জন তফশিলি জাতির মন্ত্রী রয়েছেন। ২ জন পূর্ণমন্ত্রীও রাখা হয়েছে। এছাড়া ৮ জন তফশিলি জনজাতির মন্ত্রী এবং ৩ জন পূর্ণমন্ত্রীও রাখা হল। পাশাপাশি ২৭ জন ওবিসি মন্ত্রী ও ৫ জন পূর্ণমন্ত্রীও রয়েছেন।

আবার ৫ জন সংখ্যালঘু মন্ত্রী ও ৩ জন পূর্ণমন্ত্রী রয়েছেন। ১১ জন মহিলা ও ২ জন পূর্ণমন্ত্রী হলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। সূত্রের আরও খবর, ১৪ জনের বয়স ৫০ বছরের কম। এই মন্ত্রী পরিষদের গড় বয়স ৫৮ বছর। ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব রাখা হয়েছে বলে জানা যায়। কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২১ জন পূর্ণমন্ত্রী, ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী ছিলেন। এবার পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে প্রধানমন্ত্রী-সহ ৭৮ জনের মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে।

Related posts

Leave a Comment