কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল- বঙ্গের ৪ মন্ত্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল। মোদি মন্ত্রিসভা ঢেলে সাজানো হল। হর্ষবর্ধন, প্রকাশ জাভড়েকর, রবিশঙ্কর প্রসাদ, রমেশ পোখরিয়াল নিশঙ্ক, সন্তোষ গাঙ্গোয়ার, ডি ভি সদানন্দ গোড়া, বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরি, রতনলাল কাটারিয়া, অশ্বিনী কুমার চৌবে, প্রতাপচন্দ্র ষড়ঙ্গী ও সঞ্জয় ধোত্রেকে মন্ত্রিসভা থেকে সরতে হল। বিদায় নিতে হয়েছে ১২ মন্ত্রিকে।
৭ জন মন্ত্রির পদোন্নতি। প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে যাঁরা শপথ নিয়েছে। কিরেন রিজিজু, অনুরাগ সিংহ ঠাকুর, হরদীপ সিংহ পুরী, পুরুষোত্তম রূপালা, ডি কিসান রেড্ডি, আর কে সিং ও মনসুখ মাণ্ডব্য।
অন্যদিকে মন্ত্রক বদল করা হয়েছে তাঁদের মধ্য অন্যতম হলেন – ধর্মেন্দ্র প্রধান (শিক্ষা), মনসুখ মাণ্ডব্য (স্বাস্থ্য), হরদীপ সিংহ পুরী (পেট্রোলিয়াম), ভূপেন্দ্র যাদব (পরিবেশ), অশ্বিনী বৈষ্ণব (রেল ও আইটি), জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (বিমান পরিবহণ), অনুরাগ সিংহ ঠাকুর (পর্যটন) এবং কিরেন রিজিজু (আইন)।
অমিত শাহ স্বরাষ্ট্রের সঙ্গে সদ্য গঠিত সহযোগিতা মন্ত্রক বাড়তি দায়িত্বে। নতুন ৪ জন বাঙালি মন্ত্রী হলেন যাঁরা – সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, জন বার্লা ও নিশীথ প্রামাণিক। এছাড়া অন্য ভূমিকায় দেখা যাবে – পীযূষ গয়াল রেল থেকে শিল্প-বাণিজ্যে ও বস্ত্রে। ধর্মেন্দ্র প্রধান পেট্রোলিয়াম থেকে শিক্ষায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে পূর্ণ ও প্রতিমন্ত্রী মিলিয়ে মন্ত্রিসভায় মোট ৮১ জনের স্থান হল। আগে ছিল ৫৭ জন। পূর্ণমন্ত্রী ২৪ জন ও প্রতিমন্ত্রী ৩৩ জন। বর্তমানে হল ৭৭ জন। পূর্ণমন্ত্রী ৩০ জন ও প্রতিমন্ত্রী ৪৭ জন। গতকাল শপথ নিয়েছেন মোট ৪৩ জন মন্ত্রী।

