বাঁকুড়ার শালতোড়া কেন্দ্রে জিতে নজির চন্দনা বাউরির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিধানসভার ভোটযুদ্ধে বিজেপির “হেভিওয়েট”-রা যখন পরাজিত তখন বাঁকুড়ার শালতোড়া থেকে জয়ী হয়ে বিধানসভায় পৌঁছলেন চন্দনা বাউরি। “দিন মজুরের স্ত্রী”চন্দনা বিজেপি প্রার্থী হয়ে জয়ী হলেন। শালতোড়া কেন্দ্রে তিনি তাঁর নিকটতম প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে ৪১৪৫ ভোটে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী চন্দনা বাউরি ভোট পেয়েছেন ৯১৬৪৮টি। তৃণমূল প্রার্থী সন্তোষ মণ্ডল ভোট পান ৮৭৫০৩টি। এছাড়া সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী নন্দদুলাল বাউরি ভোট পেয়েছেন ১৪০৮৪ ভোট।
বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন,”আগামী দিনে বাংলাকে স্বপ্ন দেখাবে এই চন্দনা বাউরিরাই ।” একুশের বিধানসভা নির্বাচন ছিল হাইভোল্টেজ লড়াই। সব দলের প্রার্থী তালিকায় ছিল তারকা ও ওজনদার প্রার্থীদের নাম। সেই তুলনায় সাধারণ দিন মজুরের স্ত্রী চন্দনা বাউরিকে প্রার্থী করেছিল বিজেপি। স্বামী পেশায় রাজমিস্ত্রি। চন্দনা স্বামীর সঙ্গে জোগান দেওয়ার কাজও করেন। বাড়িতে নেই শৌচাগারও। ছোট্ট একটি ঘর।
বিজেপি প্রার্থী করার পর তাঁর প্রতিক্রিয়া ছিল, “তিনি ভাগ্যবান যে বিজেপি তাঁকে লড়াইয়ের সুযোগ করে দিয়েছেন।” স্থানীয় সূত্রের খবর,প্রচার পর্বে সন্তানদের শাশুড়ির কাছে রেখে সকালে পান্তা খেয়ে বেরিয়ে পড়তেন চন্দনা। সঙ্গী হয়েছেন স্বামীও। প্রচারে খামতি ছিল না।
চন্দনা বাউরির কেন্দ্র শালতোড়ার দিকে নজর ছিল রাজনৈতিক বিশ্লেষকদেরও। নজর ছিল সব মহলের রাজনৈতিক বোদ্ধাদেরও। ভোট গণনার শুরু থেকেই চন্দনা রীতিমতো পাল্লা দিয়েছেন প্রতিপক্ষের সঙ্গে। শেষে ৪১৪৫ ভোটে তিনি জয় ছিনিয়ে নিয়েছেন। তাঁর জয়ে খুশি শালতোড়া কেন্দ্রের মানুষ। বিজেপির পক্ষ থেকে চন্দনা বাউরিকে শুভেচ্ছা জানানো হয়।
সাধারণ মানুষের পাশে থাকতে চান চন্দনা,জয়ের পর জানিয়েছেন।
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

