ChathpujaOthers 

ছটপুজোয় পূণ্যার্থীদের জন্য উদ্যোগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে ছট পূণ্যার্থীদের জন্য উদ্যোগ। সূত্রের খবর, সব সুরক্ষা-বিধি মেনে গঙ্গার ১৬টি ঘাটে যাতে নির্বিঘ্নে পুজো করতে পারেন, তার জন্য প্রচার চালানো হয়েছে। অন্যদিকে দূরত্ব-বিধি মানার জন্য তৎপরতাও শুরু হয়েছে। এ বিষয়ে পুলিশ-প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে বলেও জানা যায়। সূত্রের আরও খবর, ছটপুজো নিয়ে পুর কর্তৃপক্ষ গঙ্গার ঘাটগুলিতে কী-কী ব্যবস্থা নেবেন, সেই বিষয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। এক্ষেত্রে জানা যায়, ১৬টি ঘাটে পর্যাপ্ত আলো দেওয়া হবে। ১৬টি ঘাট ছাড়াও কেএমডিএ বিভিন্ন জলাশয়ের ধারে আরও ৩৮টি অস্থায়ী ঘাট তৈরি করবে বলেও খবর।

Related posts

Leave a Comment