চুনী-কে অমর করে রাখতে উদ্যোগী কলকাতা পুরসভা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনাজনিত পরিস্থিতিতে চুনী গোস্বামীর শেষযাত্রা অগণিত গুণমুগ্ধের অধরা থাকে। ফুটবলের এক ও অদ্বিতীয় ব্যক্তিত্ব চুনী গোস্বামীকে অমর করে রাখতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। সূত্রের খবর, শহরে লকডাউন পর্ব শেষ হলেই এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম এই নিয়ে আগ্রহী বলেও জানা গিয়েছে। সূত্রের আরও খবর, চুনীর মূর্তি বসতে পারে দেশপ্রিয় পার্কে। তীর্থপতি ইনস্টিটিউশনে পড়ার সময়ে এই দেশপ্রিয় পার্কেই ফুটবল খেলতেন চুনী। পাশাপাশি তাঁর গুণমুগ্ধদের একটা অংশ মনে করছেন, যোধপুর পার্কে চুনীর বাড়ির সামনের রাস্তার নাম বদলে চুনী গোস্বামী সরণি করা হোক। উল্লেখ্য, মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যুর পর তাঁর নামে সুচিত্রা সেন সরণি করে তাঁকে সম্মান জানায় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। আবার ফুটবলপ্রেমীরা আশা করছেন, ফুটবলে বাঙালির দুই কিংবদন্তি চুনী-পিকের নামেও রাস্তা করবে রাজ্য সরকার।

