local train and serviceBreaking News Others 

করোনা মোকাবিলায় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর-সিদ্ধান্তগুলি দেখে নিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:আগামিকাল থেকে রাজ্যে ফের বন্ধ হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। দ্বিতীয় দফার করোনা মোকাবিলায় এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। করোনা মোকাবিলায় শপথগ্রহণের দিনই লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি জানান, কোভিড সংক্রমণ রুখতে আগামী কাল থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে রেল পরিষেবা।

সড়ক ও মেট্রো পরিষেবা চালু রাখা হলেও তা অর্ধেক করা হবে । রাজ্যে আপাতত আর বাইরে থেকে অবাধ প্রবেশ চলবে না বলেও জানিয়েছেন তিনি। ভিন রাজ্য থেকে আসার জন্য আরটিপিসিআর টেস্ট করে শংসাপত্র নিয়ে আসতে হবে। বিমানে চড়তেওএকই নিয়ম বলবৎ থাকবে।

করোনা নিরসনে যে সিদ্ধান্তগুলি মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন তা একনজর দেখে নেওয়া যাক। বেসরকারি সংস্থাকে প্রতি শিফটে ৫০ শতাংশ লোক এনে কাজ করতে হবে। এছাড়া বাকি লোক ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন। ব্যাঙ্কগুলি ১০টা থেকে-২টো পর্যন্ত খোলা রাখা হবে। রাজ্যের পক্ষ থেকে প্রত্যেক দিন পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

যে সব স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল সেখানে স্যানিটাইজেশন করা হবে। রাজ্যে প্লাজমা ব্যাঙ্ক বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
বিমানে যাতায়াত করার ক্ষেত্রে বাধ্যতামূলক কোভিড নেগেটিভ রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক স্তরে রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফেক ছবি ও ভিডিওর বিষয়েও প্রশাসনিক সতর্কতার বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। কোভিড মোকাবিলায় স্বাস্থ্যসচিব মুখ্যসচিবদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। সংক্রমণে রাশ টানতে মরিয়া মুখ্যমন্ত্রী।

Related posts

Leave a Comment