স্কুলে ফি কমাতে নির্দেশ শীর্ষ আদালতের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির ভয়াবহ অবস্থায়। স্কুলগুলিতে ক্লাসও হচ্ছে না। এমনকী ক্যাম্পাসে থাকা নানা ব্যবস্থা পড়ুয়ারা ব্যবহার করতে পারছে না। এই সব বিষয় বিবেচনা করে স্কুলগুলিকে ফি কমাতে নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। উল্লেখ করা যায়, করোনা পরিস্থিতিতে স্কুল ফি ৩০ শতাংশ কমানোর জন্য নির্দেশ জারি করেছিল রাজস্থান সরকার। ওই নির্দেশের বিরুদ্ধে ওই রাজ্যের কয়েকটি বেসরকারি স্কুলের করা মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালত সূত্রে জানানো হয়, স্কুল ফি নির্দিষ্ট আইন মেনেই নেওয়া হবে। যেসব সুযোগ-সুবিধা-সহ ব্যবস্থাগুলি পড়ুয়ারা ব্যবহার করতে পারছে না তার জন্য ২০২০-২১ শিক্ষাবর্ষের সংশ্লিষ্ট সময়ের জন্য ১৫ শতাংশ ছাড় দিতে হবে।

