Contractual Labour TrainOthers 

শ্রমিক-ট্রেনের জন্য নির্দেশিকা রেলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শ্রমিক-ট্রেনের জন্য নির্দেশিকা জারি করেছে রেল। সূত্রের খবর, শ্রমিক ট্রেনে গোষ্ঠীকলহ ও অন্যান্য গোলমাল এড়াতে এবং নিরাপত্তা ও শৌচ সংক্রান্ত কী-কী নিয়ম মানতে হবে তা জানিয়ে এই নির্দেশিকা। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, যাত্রীদের আচরণের উপরে কড়া নজর রাখতে হবে। আবার অশান্তি বা সংঘর্ষ হলে রাজ্য পুলিশকে খবর দিতে হবে। এক্ষেত্রে নিরাপত্তারক্ষীর ব্যবস্থা থাকতে হবে ট্রেনে। ট্রেন ছাড়ার আগে ও গন্তব্যে পৌঁছনোর পর তা পরিষ্কার করতে হবে।

Related posts

Leave a Comment