বিপন্ন গরিব মানুষের জন্য বিশিষ্টদের চিঠি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বিশিষ্টরা। সূত্রের খবর, লকডাউনে বিপন্ন গরিব মানুষকে রেশনে পর্যাপ্ত খাদ্যসামগ্রী ও আর্থিক সাহায্য দেওয়া, ডাক্তার-সহ সব স্বাস্থ্যকর্মীকে উপযুক্ত সুরক্ষা বর্ম সরবরাহ এবং করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর দাবিতে বিভাস চক্রবর্তী, প্রতুল মুখোপাধ্যায়, পল্লব কীর্তনীয়া ও শতরূপা সান্যাল প্রমুখেরা চিঠি লিখেছেন। শিল্পী-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে ওই চিঠি পাঠানো হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও রাজ্যপালকেও।

