গত নভেম্বর মাসে চিন আর চলতি জানুয়ারিতে ভারতে করোনার সূত্রপাত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ গত বছরের ১৭ নভেম্বর, বিশ্বের প্রথম করোনা সংক্রমণ চিনের হুবেই প্রদেশের উহান শহরে পাওয়া গিয়েছিল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। এরপরে করোনার মহামারী বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তবে এই বছর ৩০ জানুয়ারি, ভারতে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। উহান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত কেরালার এক ছাত্র করোনায় আক্রান্ত হয়ে দেশে ফিরেছিল। জানা গিয়েছে তিনিই দেশের প্রথম নিবন্ধিত করোনা আক্রান্ত ব্যক্তি।

