বিমানযাত্রীদের করোনার আরটি- পিসিআর টেস্ট বাধ্যতামূলক রাজ্যে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট ও ছত্তীসগড় থেকে বিমানে কলকাতা বা রাজ্যের কোনও বিমানবন্দরে নামলে করোনার আরটি- পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে বলে নির্দেশিকা ৷ আগামী ২৬ এপ্রিল থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে খবর ৷ দিল্লি সহ ৫টি রাজ্য থেকে বিমানে পশ্চিমবঙ্গে এলেই প্রয়োজন হবে আরটিপিসিআর কোভিড নেগেটিভ রিপোর্ট। জারি হয়েছে এমন নির্দেশিকা।
উল্লেখ করা যায়, মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক ও তেলেঙ্গানা থেকে কলকাতায় আসা বিমানযাত্রীদের ক্ষেত্রে করোনার আরটি- পিসিআর টেস্ট বাধ্যতামূলক করেছিল রাজ্য সরকার ৷ এবার রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসা বিমানযাত্রীদের করোনার আরটি- পিসিআর টেস্ট বাধ্যতামূলক করেছে রাজ্য ৷ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত ও ছত্তীসগড় থেকে বিমানে কলকাতা বা রাজ্যের কোনও বিমানবন্দরে নামলে করোনার আরটি- পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে ৷
উল্লেখ্য,যে রাজ্যগুলির ক্ষেত্রে এই নির্দেশিকা বলবৎ করা হয়েছে,ওই সব রাজ্যের প্রতিটিতে করোনা পরিস্থিতির অবস্থা যথেষ্ট উদ্বেগজনক ৷ বাধ্য হয়েই এমন কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার ৷ করোনা আক্রান্তের সংখ্যা রোজই বাড়ছে পাল্লা দিয়ে।

