রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শীর্ষ ব্যাঙ্কের নির্দেশ। শীর্ষ ব্যাঙ্ক সূত্রের খবর, আগামী ১ মে থেকে ভারতে নতুন গ্রাহক না-নিতে আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কিং ও ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনালকে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। উল্লেখ করা যায়, লেনদেন তথ্য জমা রাখা নিয়ে নির্দেশ না-মানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে বর্তমান গ্রাহকদের উপরে প্রভাব পড়বে না বলেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

