করোনায় মৃতদেহ-নির্দেশিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে মৃতদের পরিজনরা এবার দেখার সুযোগ পাবেন। ভাইরাসে মৃতদের দেহ ব্যবস্থাপনার যে নির্দেশিকা দেওয়া হয়েছে , তাতে এমনটাই উল্লেখ করা হয়েছে।সূত্রের খবর , এতদিন কোরোনাভাইরাসে মৃত্যু হলে এর আগে পদক্ষেপ হিসেবে মৃতদেহ সম্পূর্ণ পলিথিনে ঢেকে দেওয়া হতো।পরিজনেরা শেষ বারের মতো তা দেখতে পেতেন না।নতুন নিয়মে মৃতদেহ পলিথিনে মুড়ে দেওয়া হলেও মুখের জায়গাটি স্বচ্ছ থাকবে।জানা গিয়েছে , নির্দিষ্ট এলাকায় ৩০ মিনিটের জন্য দেহ রাখা হবে।পরিজনরা নির্দিষ্ট দূরত্ব মেনে শ্রদ্ধা জানাতে পারবেন। সেখানে মাস্ক -স্যানিটাইজার ব্যবহার এবং সব ধরণের সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানানো হয়েছে।

