শিশুদের উপর অপরাধ-প্রবণতা কমেনি, অভিযোগ বিস্তর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ পরিস্থিতিতে সাধারণ অপরাধ কমেছে।পুলিশ কর্তা-ব্যক্তিদের এমনই বক্তব্য। তবে শিশুদের উপর অপরাধ কমেনি। এই সংক্রান্ত বিষয়ে চাইল্ড লাইন এবং শিশু কমিশনের কাছে অভিযোগ বিস্তর।প্রসঙ্গত, রাজ্য সরকার এই সামাজিক ব্যাধি দূর করতে কন্যাশ্রীর মতো প্রকল্প গ্রহণ করেছে। এর সুফল হিসেবে প্রকল্পের টাকা নিয়ে পড়াশোনা করারও সুযোগ রয়েছে।এরপরও গ্রামীণ এলাকায় ছোট মেয়েদের বিয়ে দেওয়ার অভিযোগ আসছে বিভিন্ন মহল থেকে।অভিযোগ আসছে পরিবারের বিরুদ্ধেই।এ বিষয়ে শিশু কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী জানিয়েছেন, এই বিপর্যস্ত পরিস্থিতিতে বাল্যবিবাহের অভিযোগে আমরা অবাক হয়েছি। প্রশাসন কঠোর ভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান,মালদা সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলা থেকে বহু অভিযোগ এসেছে।কিছু মানুষ লকডাউন পরিস্থিতির সুযোগ নিয়ে এই অমানবিক কাজ করছে বলেও অভিযোগ।

