sachin tendulkarLifestyle Sports 

সচিনের জন্মদিনে সম্মান-শুভেচ্ছা

অমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সচিনের জন্মদিনে আইসিসি টুইট করে সন্মান জানাল। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানকে শুভেচ্ছা। শুভ জন্মদিনে ভারতীয় বোর্ড সচিনকে সন্মান জানিয়েছে ২০০৮সালের ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরি আপলোড করে।প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তেন্ডুলকরকে।সৌরভের টুইট-“শুভ জন্মদিন এসএরটি”। ভারতীয় দলের কোচ রবিশাস্ত্রীও টুইট করে লিখেছেন “শুভ জন্মদিন বসম্যান। ক্রিকেটে তুমি যে ধারা স্থাপন করেছ তা অমর হয়ে থাকবে। ঈশ্বর তোমার মঙ্গল করুক”।উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে ৫১টি সেঞ্চুরি এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৪৯টি সেঞ্চুরির মালিক সচিনের ক্রিকেট জীবন শুরু হয় ১৯৮৯সালের ১৫নভেম্বর।লিটল মাস্টার খেলেছেন ৬টি বিশ্বকাপও।

Related posts

Leave a Comment