zagreb and earthquakeOthers World 

ভূমিকম্পে বিপর্যয়ের মুখোমুখি ক্রোয়েশিয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভূমিকম্পে কাঁপল ক্রোয়েশিয়া। চারিদিকে ধ্বংসস্তূপ। ট্যুইটারে ভিডিও ভাইরালও হল। বছর শেষের আগেই ফের বড় বিপর্যয়ের মুখোমুখি ক্রোয়েশিয়া। ভয়াবহ এই ভূমিকম্পে প্রাণ গেল বহু মানুষের। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্প অনুভূত হয়েছে সমগ্র ক্রোয়েশিয়াতেই। পাশাপাশি প্রতিবেশী দেশ সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং অস্ট্রিয়ার দক্ষিণাংশেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

সূত্রের খবর,ক্রোয়েশিয়ার জাগ্রেবের ৪৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে এই ভূমিকম্পের প্রবণতা তৈরি হয়। এর আগে এই অঞ্চলে প্রথমবার ভূমিকম্প হয়। ফের কেঁপে ওঠে ক্রোয়েশিয়া। এখানকার অধিকাংশ বাড়িই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ভোরের দিকে এই ভূমিকম্প হয়। ওই সময় বহু মানুষ ঘুমিয়ে ছিলেন। এখনও পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আহত হয়েছেন অনেকেই।
এই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Related posts

Leave a Comment