বিজ্ঞানের অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত ৬ বাঙালি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভাটনাগর পুরস্কারে বাঙালি বিজ্ঞানীদের এবার জয়জয়কার। ‘শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার’-এর মঞ্চে আবারও বাঙালি। সূত্রের খবর, বিজ্ঞানের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর দেশের ১৪ জন কৃতীকে বিশেষ পর্বে বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে ৬ জনই বাঙালি। পাশাপাশি কলকাতায় গবেষণা করা আরও এক বিজ্ঞানী এবার এই পুরস্কার পেতে চলেছেন।
সূত্রের আরও খবর, দিল্লিতে কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর ৭৯-তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক্ষেত্রে জয়ীদের নামের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় প্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রক। বায়োলজি, কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, মেডিসিন-সহ ফিজিক্স-এ বিজ্ঞানের এই ৭টি ক্ষেত্র ভাটনাগর পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে।
জানা গিয়েছে, কৃতীদের মধ্যে রয়েছেন আইআইটি খড়গপুরের জিওলজির অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায়। এই সম্মান প্রাপ্তির পর তাঁর বক্তব্য, বিজ্ঞানে দেশের সর্বোচ্চ সম্মানলাভ আমায় ভবিষ্যতে আরও গভীরভাবে কাজ করতে উদ্বুদ্ধ করবে। উল্লেখ্য, গত ২০১২ সালে আইআইটি খড়গপুর শেষবার এই কৃতিত্ব অর্জন করে। অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে এই সম্মান ভাগ করে নিলেন অপর এক বাঙালি সূর্যেন্দু দত্ত। বর্তমানে তিনি আইআইটি বম্বের অধ্যাপক। গণিতে এই সম্মান পেলেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক রজতশুভ্র হাজরা।
আবার ফিজিক্সে মুম্বইয়ের ‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার’ (বার্ক)-এর অধ্যাপক কিংশুক দাশগুপ্ত ও হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরজিৎ ধাড়া এই সম্মান পেয়েছেন। পাশাপাশি বায়োলজিতে পুরস্কৃত হলেন শুভদীপ চট্টোপাধ্যায়। হায়দরাবাদের সেন্টার ফর ডিএনএ ফিঙ্গার-প্রিন্টিং অ্যান্ড ডায়াগনিস্টিক্স (সিডিএফডি)-এর অধ্যাপক তিনি। কেমিস্ট্রিতে এই সম্মান পেয়েছেন ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সেস’ (আইএসিএস)-এর অধ্যাপিকা জ্যোতির্ময়ী দাস। ওড়িশার এই বাসিন্দার কর্মক্ষেত্র কলকাতা।

