cyclone and stepBreaking News Others 

ধেয়ে আসা ঘূর্ণিঝড় “যশ” মোকাবিলায় তৎপরতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় “যশ” । সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফেরানোর তৎপরতা চলেছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে “যশ” । এখন অবস্থান করছে চেন্নাইয়ের কাছে এই নিম্নচাপ। মোকাবিলায় তৎপর ভারতীয় উপকূল রক্ষী বাহিনীও। মৎস্যজীবীদের ফেরানো সহ আকাশপথেও চালানো হবে টহলদারি।

হাওয়া অফিস সূত্রের আরও খবর, ২৪ মে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা এই নিম্নচাপ। ধেয়ে আসার সম্ভাবনা বাংলা ও ওড়িশার উপকূল বরাবর। এর প্রভাবে ২৫ মে থেকে রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২৬ মে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের দাপট বেশি থাকার সম্ভাবনা পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চল দিঘা, জুনপুট ও শঙ্করপুর এলাকায় । দুই ২৪ পরগণার সুন্দরবন অঞ্চলেও এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। প্রশাসনিকভাবে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি এলাকা সমূহে।

এক্ষেত্রে তৎপরতা হিসাবে উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম। সমুদ্রে মাইকিং করার প্রয়াস চলছে। জাহাজ, বোট ও স্পিড বোটে চলছে এই নজরদারি। আকাশপথেও এই নজরদারি চলছে বলেও জানা গিয়েছে। রাজ্যের পক্ষ থেকে হয়েছে আশ্রয়শিবির। কোভিড সতর্কতা মেনে জায়গাগুলি তৈরি রাখা হয়েছে। উপকূলীয় এলাকায় মাইকিং করা হচ্ছে।

Related posts

Leave a Comment